পবিত্র রমজান মাসে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে ইসরাইল।
সোমবার দ্যা ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ বছর রমজানে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদ পরিদর্শন নিষিদ্ধ করার প্রস্তাব করার পরে ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির আরেকটি বিতর্কের জন্ম দিয়েছেন।
মন্ত্রী ইতামার বেন-গভির প্রস্তাব করেন, ৭০ বছরের কম বয়সী যেকোনো ফিলিস্তিনিকে নিরাপত্তার কারণ দেখিয়ে আল-আকসা মসজিদে অনুমতি দেয়া উচিত নয়।
চরমপন্থী রাজনীতিকের অবস্থান সত্ত্বেও ইসরাইলি পুলিশ তার এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। পুলিশ ৪৫ বছরের কম বয়সী ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশ নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে।
এদিকে মসজিদে প্রবেশের সম্ভাব্য নিষেধাজ্ঞার প্রস্তাবের পরে বাইডেন প্রশাসনও উদ্বেগ জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে যে- এই ধরনের নিষেধাজ্ঞা এই অঞ্চলে উত্তেজনাকে আরো বাড়িয়ে দেবে।
এরমধ্যে, আর্জেন্টিনার উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট জাভিয়ের মিলির ইসরাইল সফর ঘিরে এই অঞ্চলে আরো উত্তেজনা প্রকাশ পেয়েছে।
উল্লেখ্য, গত রমজানে সকল বয়সের নারী, ১২ বছর পর্যন্ত পুরুষ শিশু এবং ৫৫ বছরের বেশি বয়সী পুরুষদের রমজানের সময় অনুমতি ছাড়াই আল-আকসা মসজিদে প্রবেশের সুযোগ দেয়া হয়েছিল।
এছাড়া জানানো হয়েছিল, ৪৫ থেকে ৫৫ বছর বয়সী পুরুষরা ইসরাইলের অনুমতি নিয়ে আল-আকসায় প্রবেশ করতে পারবে।
আরো বলা হয়েছিল, পশ্চিম তীরের ৪৮টি অঞ্চলে বসবাসরত আত্মীয়দের সাথে দেখা করার জন্য ফিলিস্তিনিদের ‘নিরাপত্তা অনুমোদন’ নিতে হবে। একইসাথে, বিদেশীরাও যদি পশ্চিম তীরে তাদের আত্মীয়দের সাথে দেখা করতে চায় তাদেরও এই অনুমোদন নিতে হবে।
সূত্র : দ্যা ইসলামিক ইনফরমেশন