শনিবার, ০৮:১২ পূর্বাহ্ন, ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

যে হাত রক্তমাখা, সেই হাত দিয়ে কি খুনের সাধারণ ডায়েরি লেখা যায়? অঞ্জনাকে নিয়ে মনির খানের প্রশ্ন

বিনোদন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৫১ বার পঠিত

সংগীতশিল্পী মনির খান ‘অঞ্জনা’ শিরোনামে একাধিক গান গেয়েছেন। সেই গানগুলো জনপ্রিয়তা পেয়েছে। বিরহের এই গানগুলো দর্শকেরা এখনো পছন্দ করেন। কোনো কনসার্টে এখনো এই গানটি শোনাতে হয়। আর ভক্তদের কাছ থেকে শুনতে হয় কে এই অঞ্জনা? সেটা যেন একটা রহস্য। সেই অঞ্জনাকে নিয়ে এবার ফেসবুকে খোলাচিঠি লিখলেন মনির খান।

মনির খান লিখেছেন, ‘পাশার দান ঘুরে যায় একদিন, অন্যের প্রতি যে অন্যায় আচরণকে কখনো অন্যায় মনে হয় নাই, সেই একই আচরণ যখন নিজের সঙ্গে হলো, আত্ম-উপলব্ধিটা চলেই এল তোমার ভেতর! এখন অভিযোগও করতে পারছ না। কারণ, যে হাত রক্তমাখা, সেই হাত দিয়ে কি খুনের সাধারণ ডায়েরি লেখা যায়? আবার ক্ষমাও চাইতে পারছ না। কারণ, অনেক বেশি দেরি হয়ে গেছে, আফসোস! খুব নীরবে প্রায়শ্চিত্তের রাস্তা খুঁজে নিতে হচ্ছে তোমাকে।’

মনির খান আরও লিখেছেন, ‘অনেকে বলে “কারমা” কিংবা প্রকৃতির প্রতিশোধ, আসলে ওসব কিছু না। এটা বোধ হয় স্বাভাবিক নিয়মে জীবনের মোড় ঘুরে যাওয়া।

ইউটার্ন নিলেই যেমন বাম আর ডান উল্টে যায়; অমন করে উল্টে যায় চিন্তা, বোধ, বিচার, বিবেক আর গলার সুর। অথচ রাস্তার ওপাশে থেকে এপাশের কথা একটু ভাবলেই হয়তো বহুকাল আগের সেই অন্যায়টা হতো না। হয়তো তোমাকে এক বিন্দু প্রায়শ্চিত্তও করতে হতো না। হয়তো কারও জীবন আরেকটু সুন্দর হতো। হয়তো ভয়াবহ তিক্ত একটা অভিজ্ঞতা নিয়ে কাউকে বাঁচতে হতো না। হয়তো স্রষ্টার দুয়ারে জমা হওয়া কারও করুণ আর্তি মর্ত্যের বুকে তোমার জন্য অভিশাপের বৃষ্টি হয়ে নেমে আসত না।’

মনির খানের তুমুল জনপ্রিয় গান ‘অঞ্জনা’ এখনো তাঁর ট্রেডমার্ক হয়ে আছে। এই গায়কের অনেক অ্যালবামে ‘অঞ্জনা’ সিরিজের গানটি ঘুরেফিরে এসেছে। কিন্তু কে এই অঞ্জনা?

সেটা নিয়ে এর আগে তিনি একটি দৈনিকের অনলাইন সাক্ষাৎকারে বলেছিলেন, ‘পাশাপাশি স্কুলে অঞ্জনা পড়ত ক্লাস সেভেনে। আমি নাইনে। আমাদের প্রেম আসলে সেভাবে প্রস্তাব করে হয়নি। একসঙ্গে চলাফেরা, এর মধ্য দিয়ে দারুণ একটা বোঝাপড়া তৈরি হয় দুজনের মধ্যে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com