বুধবার, ১১:৪৮ অপরাহ্ন, ০১ জানুয়ারী ২০২৫, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

যে কারণে ৩ দিন আগেই সভাস্থলে হাজির বিএনপি নেতাকর্মীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৭১ বার পঠিত

ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে তিন দিন আগেই বিভিন্ন স্থান থেকে বিএনপির কয়েকশ নেতাকর্মী ফরিদপুর শহরের আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে পৌঁছেছেন। কারণ, আগামীকাল শুক্রবার ৬টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত এই জেলায় বাস ধর্মঘট।

গতকাল বুধবার রাত ১০টার দিকে প্রথম দল হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক খোকন তালুকদারের নেতৃত্বে নেতাকর্মীরা ওই মাঠে পৌঁছান।

বিএনপি নেতা খোকন তালুকদার জানান, বৃহস্পতিবার সকাল থেকে আরও নেতারা আসবেন। প্রায় ১০ হাজার নেতাকর্মী শরীয়তপুর জেলা থেকে এই গণসমাবেশে যোগ দেবেন।
শরীয়তপুর জেলা বিএনপির সদস্য গাউসুর রহমান জানান, চারটি ট্রাকে করে বুধবার রাত ৮টার দিকে শরীয়তপুর থেকে রওনা দিয়ে রাত ১০টার দিকে গণসমাবেশস্থলে এসে পৌঁছেছেন। তাদের সঙ্গে খোকন তালুকদার ছাড়াও শরীয়তপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলীসহ নেতাকর্মীরা এসেছেন।

ফরিদপুরের গণসমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ ইসলাম জানান, গণসমাবেশে আসা জনস্রোত বাধাগ্রস্ত করতে সরকার নানাভাবে বিঘ্ন সৃষ্টি করেছে। এজন্য নেতাকর্মীরা আগেই সমাবেশস্থলে আসছেন।

সারা দেশে বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, আগামী শনিবার বেলা ১১টায় সমাবেশ শুরু হবে। যেহেতু পথে পথে নানা বাধা ও সমাবেশে জনসমাগম সংকুচিত করতে সরকার বিঘ্ন ঘটাচ্ছে। এ কারণে নির্ধারিত সময়ের আগে থেকেই এই সমাবেশ চলবে।

বিএনপির চলমান গণসমাবেশের দ্বিতীয় ধাপের কর্মসূচি আগামী ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশের মাধ্যমে শুরু হবে বলেও জানান  বিএনপির এই নেতা।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, সমাবেশকে ঘিরে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, জনগণের নিরাপত্তা ও ট্রাফিক দায়িত্ব নির্বিঘ্ন রাখতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, মামলা-হামলা, গুম, হত্যা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এর আগে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় সমাবেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com