যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও তার বড় ভাই ইয়াকুব সরকারকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরো সাতজনের বিরুদ্ধে একই রায় দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দ্রুত বিচার আইনে বংশাল থানায় ২০১৩ সালের ২৫নং মামলায় তাদের বিরুদ্ধে এ সাজা দেয়া হয়। সিএমএম আদালতের বিচারক আশেক ইমাম এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত আসামি ইয়াকুব সরকার আট মাস ধরে কারাগারে আছেন।
সাজাপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলেন আরমান, আনোয়ার হোসেন রকি, আব্দুর রাজ্জাক মিন্টু, অ্যাডভোকেট রাশেদ, পারভেজ, সোহেল, নাদের। দ্রুত বিচার আইনের ৪ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর আগে পৃথক দুই মামলায় ইসহাক সরকারকে দুই বছর ও আড়াই বছর সাজা হয়। তার বিরুদ্ধে ৩২৭টি মামলা রয়েছে।