গণঅধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূর ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে ৩ দফা বৈঠক করেছেন বলে জানিয়েছেন ঢাকাস্থ ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
বাসস জানায়, বৃহস্পতিবার ২২ জুন ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে তিনি গণমাধ্যমকে এ কথা জানান। ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ‘আমাদের গোয়েন্দা সূত্রগুলো কাতার, দুবাই ও ভারতে নূরের ইসরাইলিদের সাথে সাক্ষাতের ছবি পেয়েছে।’
রাষ্ট্রদূত বলেন, মোসাদের সাথে এ ধরনের বৈঠক বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার অনুরোধ জানান।
তিনি বলেন, গত বছর কাতারে ফুটবল বিশ্বকাপের সময় ফিলিস্তিনি গোয়েন্দা সংস্থা প্রথম বিষয়টি লক্ষ্য করে।