জাপান সফরে নিজেদের শেষ ম্যাচে গোল উৎসব করল পিএসজি। লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে একসঙ্গে জ্বলে উঠলেন। গোল করেছেন তিন তারকাই।
সোমবার প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে প্রীতি ম্যাচে গাম্বা ওসাকাকে ৬-২ গোলে হারিয়েছে পিএসজি। জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। মেসি ও এমবাপ্পে করেছেন একটি করে গোল। বাকি দুই গোলদাতা পাবলো সারাবিয়া ও নুনো মেন্দেস।
এদিন দাপুটে ফুটবলে প্রথমার্ধেই চার গোল করে প্যারিসের ক্লাবটি। ম্যাচের ২৮তম মিনিটে মেসির শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি শটে বল জালে জড়ান সারাবিয়া। চার মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন নেইমার।
তবে ৩৪তম মিনিটে ব্যবধান কমান গাম্বা ওসাকার কেইসুকে। কিন্তু ৩৭তম মিনিটে মেন্দেস স্কোরলাইন ৩-১ করার পর বিরতির আগেই নেইমারের অ্যাসিস্ট থেকে ব্যবধান আরও বাড়ান মেসি।
দ্বিতীয়ার্ধে নেইমার তার দ্বিতীয় গোল করার পর ওসাকা স্কোরলাইন করে ৫-২। ৮৬তম মিনিটে পিএসজির শেষ গোলটি করেন এমবাপে।
জাপান সফরে তিন ম্যাচেই জয় পেল পিএসজি।