বিতর্কিত কাশ্মিরে ভারত যে জি২০ পর্যটন সম্মেলন আয়োজন করতে চাচ্ছে, তাতে অংশ না করার কথা ঘোষণা করেছে চীন। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরে সম্মেলনটি আয়োজন করায় চীন ও পাকিস্তান উভয়েই ভারতের নিন্দা করেছে।
ভারত ও পাকিস্তান উভয় দেশই পুরো কাশ্মির নিজেদের বলে দাবি করে থাকে। তবে উভয় দেশই এর অংশবিশেষ শাসন করে।
ভারত বর্তমানে জি২০-এর চেয়ারম্যান। তারা সেপ্টেম্বরে নয়া দিল্লিতে এর শীর্ষ সম্মেলন আয়োজন করার আগে দেশটির বিভিন্ন স্থানে নানা ধরনের সম্মেলন আয়োজন করে যাচ্ছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার বলেছেন, ‘বিতর্কিত ভূখণ্ডে কোনো ধরনের জি২০ সম্মেলন আয়োজন করার দৃঢ় বিরোধী চীন।’
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ভারতের সম্পর্কেও টানাপোড়েন চলছে। সীমান্তে দুই দেশের উত্তেজনা এখনো রয়ে গেছে।
জম্মু ও কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানীতে ২২-২৪ মে জি২০ সদস্যদের নিয়ে পর্যটনবিষয়ক সম্মেলন আয়োজন করতে চাচ্ছে ভারত।
তবে চীনের আপত্তি অগ্রাহ্য করে ভারত বলেছে যে তারা তাদের ভূখণ্ডে সম্মেলন আয়োজন করছে।
সূত্র : আল জাজিরা