ভারতের মুম্বাইয়ে একটি বহুতল ভবনে আগুন লেগে ছয়জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ অক্টোবর) ভোরে মুম্বাইয়ে গোরেগাঁওয়ের পশ্চিমে মহাত্মা গান্ধী রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মুম্বাইয়ের এইচবিটি হাসপাতাল এবং কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর ৩টা ৫ মিনিটে ওই বহুতলে আগুন লেগে যায়। সেই আগুন ১ম তলার বেশ কয়েকটি দোকান এবং গাড়ি রাখার জায়গায় ছড়িয়ে পড়ে। বাড়ির বাইরে বেরোতে না পেরে নিজেদের ফ্ল্যাটেই আটকা পড়েন আবাসিকরা। প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন আবাসিক বহুতলের ছাদে উঠে যান। খবর পেয়ে দমকলের আটটি ইঞ্জিন এবং পাঁচটি জলের ট্যাঙ্কার আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করে। অ্যাম্বুল্যান্সেও খবর দেয়া হয়। এর পর সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এরপর আহতদের উদ্ধারকাজ শুরু করা হয়।
দমকল বিভাগ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় ছ’জনের মৃত্যু হয়েছে। কী করে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তারা জানান।এখনো আগুনের লাগার কারণ জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা