প্রায় ২১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমপশন (দুদক)।
আজ মঙ্গলবার দুদকের উপ-পরিচালক নুরুল হুদা ঢাকা বিশেষ জজ আদালতে অভিযোগপত্রটি দাখিল করেছেন। দুদক সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
২০১৯ সালে শাহজাহানপুর থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কমিশনের কর্মকর্তা মো. সালাউদ্দিন মামলাটি করেন। এরপর বেশ কয়েকজন কর্মকর্তার হাত ঘুরে দুদকের উপ-পরিচালক নুরুল হুদা এ মামলার তদন্তের দায়িত্ব পান। সম্প্রতি মামলার তদন্ত প্রতিবেদন দুদকে দাখিল করলে তা অনুমোদন করা হয়। এরপর মঙ্গলবার আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক সচিব মাহবুব হোসেন বলেন, রাজনৈতিক কোনো বিবেচনায় নয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আইন অনুযায়ী তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।