মিছিলের ডাক কোটাবিরোধীদের, আহতদের জন্য চাইলেন সহায়তা
সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
আপডেট টাইম :
সোমবার, ১৫ জুলাই, ২০২৪
২৮
বার পঠিত
দুপুর থেকে দখলে রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে হটে গেছেন কোটা সংস্কার আন্দোলকারীরা। বিকেলে রাজু ভাস্কর্য, টিএসসিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখলে নেয় ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের বিরুদ্ধে কোটারিরোধীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এ ঘটনার পর সোমবার বিকেলে কোটা আন্দোলনকারীদের জন্য নতুন বার্তা দিয়েছেন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ এর সমন্বয়ক নাহিদ ইসলাম। এক প্রেস বার্তায় তিনি জানান, আন্দোলকারীরা আবারও মিছিল করবে।
প্রেস বার্তায় বলা হয়, কেউ ক্যাম্পাস এলাকা ত্যাগ করবেন না। আমরা আবার মিছিল করবো।
খুব শিগগির মিছিলের ডাক আসবে।হামলার প্রতিবাদে সারা দেশে সবাই বিক্ষোভ মিছিল করার আহ্বান জানানো হয়েছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর পক্ষ থেকে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শতাধিক শিক্ষার্থী আহত অবস্থায় আছে বলে দাবি করেছেন নাহিদ। তিনি আহদের জন্য পর্যাপ্ত চিকিৎসা, ব্লাড ও অর্থ সহায়তার আহ্বান করেন।