বৃহস্পতিবার, ০১:০৮ পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রবেশে ‘আপত্তি’

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৫২ বার পঠিত

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রবেশে আপত্তি জানিয়েছে মালয়েশিয়ান অ্যাসোসিয়েশন অফ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনারস (ইখলাস)। ১০ মে মঙ্গলবার সকালে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে দেশটিতে ৫ লাখ বাংলাদেশি শ্রমিকের প্রবেশে তীব্র আপত্তি জানিয়েছে ‘ইখলাস’।

অ্যাসোসিয়েশনের সভাপতি দাতুক মোহাম্মদ রিদজুয়ান আবদুল্লাহ বলেছেন, সরকারের উচিত দেশে বিদ্যমান বিদেশি কর্মীদের ‘ক্লিনজিং’ অভিযান চালিয়ে হোয়াইটওয়াশ করা। তার মতে, ৫ লাখ বাংলাদেশি শ্রমিকের প্রবেশ মালয়েশিয়ার অর্থনীতিতে প্রভাব ফেলবে এবং অনেক স্থানীয় শ্রমিক তাদের চাকরি হারাবে।

কুয়ালালামপুরে জালান সুলতান ইয়াহিয়া পেট্রার বাংলাদেশ দূতাবাসের সামনে এনজিও ক্লিন মালয়েশিয়া মুভমেন্টের (সিএমএম) সাথে ইখলাস প্রতিবাদের সময় সাংবাদিকদের জানিয়েছেন, পার্লিসের মোট জনসংখ্যার চেয়ে ৫,০০,০০০ বাংলাদেশি শ্রমিকের আগমন বেশি। এই বিদেশি শ্রমিকদের মোট আগমনে দেশের কী হবে তা ভাবতে হবে সরকারকে। এ সময় উপস্থিত ছিলেন ইখলাস আইন উপদেষ্টা দাতুক আজর ইরওয়ান আরিফিন ও সিএমএম প্রতিনিধি জহির খান।

এ বিষয়ে, ইখলাস এবং আরও বেশ কয়েকটি বেসরকারি সংস্থা (এনজিও) রাষ্ট্রীয় পর্যায়ে (কমিটি) গঠন করবে এবং দেশে জনগণকে প্রতিবাদ জানাতে সমবেত হওয়ার কথা জানিয়েছেন, অ্যাসোসিয়েশনের সভাপতি দাতুক মোহাম্মদ রিদজুয়ান আবদুল্লাহ।

তিনি বলেন, প্রতিটি রাজ্যে আমরা একত্রিত হব, আমরা মানবসম্পদ মন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানাব যদি একজন বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় নিয়ে আসা হয়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com