শনিবার, ১১:০১ পূর্বাহ্ন, ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

‘মাল্টিকাস্টে ছবি হোক, সিনিয়রদের সঙ্গে কাজ হলে ভালো লাগবে’

বিনোদন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৭২ বার পঠিত

ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত দেশের প্রথম সাইবার থ্রিলারধর্মী ছবি ‘অন্তর্জাল’। ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন মীম, এবিএম সুমন, সুনেরাহসহ অনেকে। নির্মাতা দীপংকর দীপন বলছেন, এটি মাল্টিকাস্টে বড় আয়োজনের ছবি। যা ঈদে দর্শকদের টান টান উত্তেজনা দেবে।

ঢালিউডে মাল্টিকাস্টে ছবি একেবারে হয় না বললেই চলে। তবে চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, মাল্টিকাস্টে ছবি হলে সব তারকার অনুসারীরা সেই ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করবেন। তবে অনেকেই মনে করেন, পর্দায় অনেক সময় দৃশ্য কমবেশি থাকা নিয়ে শিল্পীদের সমস্যা তৈরি হয়।

এ কারণে এই ধাঁচের ছবি অনেকেই করতে চান না। তবে অন্তর্জালের বেলায় এমনটা ঘটেনি বলেই জানালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা সিয়াম।

সিয়াম বললেন, মাল্টিকাস্টিং সিনেমা দর্শকদের জন্য বড় উপহার। কারণ তারাও চান মাল্টিকাস্টের সিনেমা দেখতে। এটা তেমনই এক সিনেমা। ক্রিকেটে এক সময়ে টিমের বোলার কিন্তু মার খেতেই পারে। কিন্তু তাকে সাপোর্ট দেবে তার ফিল্ডাররা। যেন তার করা বলে চার না হতে পারে, সে যেনো ক্যাচ মিস না করে, তাকে সবাই সাহস দেয় নেক্সট ওভার বেটার হবে এটা বলে। এভাবে সবাই মিলেই কিন্তু টিমটাকে বাঁচিয়ে আনেন। একই রকমভাবে সিনেমাটির সবাই যদি একটি টিম হয়ে কাজ করে। টিমের সবাই যদি একই মানসিকতার হয় তাহলে আমার মনে হয় এর থেকে সুন্দর আর কিছুই হতে পারে না।’

সিয়াম আরও বলেন, ‘আমার খুব ইচ্ছে আমার যারা সিনিয়র আছেন, সিনিয়র হিরো আছেন, ভাই ব্রাদার আছেন, তাদের সবার সঙ্গে আমি যেনো স্ক্রিন শেয়ার করার সুযোগ পাই। এমন হলে গল্প যদি সুন্দর হয় আমার কাছেই এটা করতে ভালো লাগবে। আমি শিউর দর্শকদেরও দেখতে ভালো লাগবে।’

এদিকে, গেল কয়েক বছর ধরে সিনেমা নাটকের চেয়ে এই অঙ্গনের শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে যেনো চর্চাটা বেশি হচ্ছে। গুটি কয়েক শিল্পীদের কারণে অন্যরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। সাধারণ মানুষদের কাছে শিল্পীরা হাসির পাত্র হচ্ছেন।

বড়কথা হচ্ছে ব্যক্তিগত বিতর্কে হারিয়ে যাচ্ছে তাদের ভালো কাজের খবর! ঈদে মুক্তি পেতে যাচ্ছে একাধিক বড় আয়োজনের ছবি। চলচ্চিত্রের মানুষরা বলছেন, এসব সিনেমা নিয়ে বেশি বেশি আলোচনা সমালোচনা হওয়া উচিত। কিন্তু শিল্পীদের ব্যক্তি জীবন নিয়ে যা হচ্ছে সেটা মোটেও কাম্য নয়।

‘অন্তর্জাল’ ছবির পরিচালক দীপংকর দীপন এই বিষয়টি টেনে ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেই স্ট্যাটাসের সূত্র ধরেই সিয়ামের কাছে জানতে চাওয়া হয় এখন তো তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বেশি। একজন তারকার ব্যক্তিগত জীবন আসলে কেমন হওয়া উচিত?

এই প্রশ্নের উত্তরে খুব একটা গভীরে যাননি সিয়াম। তবে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন বিষয়টি তাকেও মর্মাহত করে। তিনিও চান না তারকারা এভাবে ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চায় আসুক।

‘আমি কেনো ফেরেস্তা নই, আমি এমন আইডিয়াল মানুষও না যে আমি বলে দেব একজন তারকার জীবন কেমন হবে। আমি কেবল আমার বিষয়টা বলতে পারব, আমার সিদ্ধান্তের বিষটি জানাতে পারব। আমি আমার দর্শকদের আমার ব্যক্তিগত জীবন কতটা দেখাতে চাই, আর কতটা চাই না সেটা একেবারে আমার ব্যক্তিগত ব্যাপার।’

ঈদে আসছে দীপংকর দীপন পরিচালিত ছবি ‘অন্তর্জাল’। এতে লুমিন চরিত্রে অভিনয় করেন সিয়াম। এ ছবি উপলক্ষে সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে সিয়াম বলেন, অন্তর্জাল এমন একটি সিনেমা যা পুরোপুরি বিনোদিত করবে, সেটা তরুণ প্রজন্মকেও টানবে, আপনার বাচ্চাকেও টানবে, আবার সিনিয়র সিটিজেনদেরও টানবে। সব মিলিয়ে অন্তর্জাল হচ্ছে বিনোদন ও ইনফরমেশনের মিশেলে একটি ভরপুর প্যাকেজ। তাই বলবো আগে দেখুন।

‘অন্তর্জাল’ বড় বাজেটের সিনেমা। এমন বড় বাজেটের আরও বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে ঈদে। সব মিলিয়ে আসন্ন ঈদে ৯টির মত সিনেমা মুক্তির লাইনে রয়েছে। এত সংখ্যক সিনেমা কেবল উৎসবে মুক্তি পেলে ব্যববসায়িক ক্ষতির ঝুঁকিতে থাকে। বিষয়টি নিয়ে কতটা উদ্বিগ্ন সিয়াম?

নায়ক বললেন, ‘একজন আর্টিস্ট হিসেবে আমার চাওয়া পাওয়ার বিষয় থাকবে যে একটা ফেস্টিভ্যালে আমার ছবি আসুক। একইভাবে আরেকজন আর্টিস্টও একই জিনিসটাই চাইবেন। এটা ততক্ষণ পর্যন্ত সমাধান হবে না হবে না যতক্ষণ পর্যন্ত একটা সেন্ট্রাল বডি থেকে এটা নিয়ন্ত্রণ না করা হয়। তারা বলবেন, যার সিনেমা পূর্ণাঙ্গ প্রস্তুত আছে, বা বহুদিন আগে থেকে মুক্তির ডিকলারেশন দিচ্ছে সেই বিচারে দুই, তিন, বা চারটা ছবি আসবে। তবে এই মুহূর্তে এটা সম্ভব হচ্ছে না। তাই আমাদের সব কিছু মেনেই উৎসবে আসতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com