মালয়েশিয়ার পরবর্তী রাজা হচ্ছেন দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের সুলতান ইব্রাহিম সুলতান ইসকান্দর। প্রভাবশালী ও স্পষ্টভাষী সুলতান ইব্রাহিমকে দেশটির রাজপরিবারগুলো তাকে পরবর্তী রাজা নির্বাচন করেছে।
সুলতান ইব্রাহিম বর্তমান বাদশাহ আল-সুলতান আবদুল্লাহর কাছ থেকে ৩১শে জানুয়ারী, ২০২৪-এ দায়িত্ব গ্রহণ করবেন বলে শাসকদের সিলের রক্ষক শুক্রবার এক বিবৃতিতে বলেছেন। খবর রয়টার্সের।
মালয়েশিয়ায় রাজা মূলত একটি আনুষ্ঠানিক ভূমিকা পালন করে থাকেন। কিন্তু দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার কারণে রাজতন্ত্র আরও প্রভাবশালী হয়ে উঠেছে। ফলে ক্ষমতাসীন রাজা তার বিবেচনামূলক ক্ষমতা ব্যবহার করতে আরও বেশি করে প্ররোচিত হচ্ছেন।
মালয়েশিয়ার একটি অনন্য ব্যবস্থা রয়েছে। দেশটিতে রাজপরিবার মোট নয়টি। এই রাজপরিবারের প্রধানরা পাঁচ বছরের জন্য দেশের রাজা হতে পারেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা বিদ্যমান যেখানে রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন রাজা।
অন্যান্য ঐতিহ্যবাহী মালয়েশিয়ার শাসকদের থেকে ভিন্ন সুলতান ইব্রাহিম রাজনীতি সম্পর্কে স্পষ্টবাদী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার ভাল সম্পর্ক রয়েছে।
সুলতানের বিলাসবহুল গাড়ি এবং মোটরসাইকেলের একটি বড় সংগ্রহ রয়েছে বলে জানা গেছে। এমনকি রিয়েল এস্টেট থেকে শুরু করে খনি পর্যন্ত বিস্তৃত ব্যবসায়ও রয়েছে তার।
রাজা আল-সুলতান মালয়েশিয়ার রাজনীতিতে অস্বাভাবিকভাবে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তার প্রভাবেই দেশটির সর্বশেষ তিন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন।
ফেডারেল সংবিধান রাজাকে শুধু কয়েকটি বিবেচনামূলক ক্ষমতা প্রদান করে থাকে যেখানে রাজাকে প্রধানত প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়।
নিয়ম অনুযায়ী রাজাকে এমন একজন প্রধানমন্ত্রী নিয়োগ করার অনুমতি দেওয়া হয় যার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কিন্তু এই ক্ষমতা ২০২০ সাল পর্যন্ত কখনই ব্যবহার করা হয়নি, কারণ প্রধানমন্ত্রী সাধারণত একটি নির্বাচনের মাধ্যমে বাছাই করা হয়।
মালয়েশিয়ার স্বাধীনতার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশন নামক রাজনৈতিক দল। কিন্তু গত নির্বাচনে তাদের পরাজয়ের পরই দেশটিতে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। এই সুযোগেই নিজের ক্ষমতার ব্যবহার শুরু করেন রাজা আল-সুলতান।
দোষী ব্যক্তিদের ক্ষমা করার ক্ষমতাও রাজার আছে। ২০১৮ সালে আল-সুলতানের পূর্বসূরি, সুলতান মুহাম্মদ পঞ্চম বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ক্ষমা করেছিলেন। তিনি তখন যৌনতা এবং দুর্নীতির অভিযোগে কারাগারে বন্দী ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবি কেলেঙ্কারির সঙ্গে জড়িত দুর্নীতির দায়ে গত বছর থেকে কারাগারে বন্দী। তিনিও রাজকীয় ক্ষমার জন্য আবেদন করেছেন। নতুন রাজা এই আবেদন পর্যালোচনা করতে পারে বলে মনেকরছেন বিশ্লেষকরা।