কুয়ালালামপুর, বুকিত বিনতাং ও চায়না টাউন অঞ্চলের জনসাধারণের দ্রুত যাতায়াতের জন্য গো-কেএল নামে ফ্রি সিটি বাস পরিষেবা চালু রয়েছে।
২০১২ সালের ৩১ আগস্ট মালয়েশিয়ার ল্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট কমিশন (এসপিএডি) বিনামূল্যে এই পরিষেবাটি চালু করে। উদ্দেশ্য, দেশ-বিদেশের যাত্রীরা যেন বিনামূল্যে কুয়ালালামপুর ঘুরে দেখতে পারেন।
কিন্তু সোমবার (১৮ ডিসেম্বর) হঠাতই কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এক ঘোষণায় জানিয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে গো-কেএল বাস সার্ভিসে বিদেশিদের কাছ থেকে প্রতি ট্রিপে ১ রিঙ্গিত করে ভাড়া নেয়া হবে। গ্রিন, পার্পল, রেড ও ব্লু এই চারটি রঙের গো-কেএল বাস রুটে পর্যায়ক্রমে এই ভাড়া কার্যকর করা হবে।
ডিবিকেএল আরও জানিয়েছে, রুট ০১ (সবুজ), রুট ০২ (বেগুনি), রুট ০৩ (লাল) এবং রুট ০৪ (নীল) এই চারটি রুটে পর্যায়ক্রমে এই ভাড়া কার্যকর করা হবে।
তবে লেনদেন হবে ক্যাশলেস অর্থাৎ এতে কোনো কাগজের নোট ব্যবহার হবে না। যেমন টাচএনগো কার্ড, কিউআর কোড, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন হবে। ১২ বছর বা তার কম বয়সী শিশুরা বিনামূল্যে ভ্রমন করতে পারবে।
এদিকে মালয়েশিয়ার নাগরিকরা যারা টাচএনগো ফিচারসহ মাইকাড ব্যবহার করেন তাদের বিনামূল্যে সেবা উপভোগ করতে মাইকাড নিবন্ধন করতে হবে।
ডিবিকেএল জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে কেএলসিসি বাস টার্মিনাল, তিতিওয়াংসা (পেকেলিলিং) টার্মিনাল এবং পাসার সেনি টার্মিনালে সকাল ৭টা থেকে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রেজিস্ট্রেশন কাউন্টার স্থাপন করা হয়েছে।
ডিবিকেএল কর্মকর্তারাও নির্বাচিত গো-কেএল বাসগুলোতে অবস্থান করবেন এবং মিনারা ডিবিকেএল ১ এর লবিতে নিয়মিত রেজিস্ট্রেশন কাউন্টারও ৬ ডিসেম্বর থেকে প্রতি বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা রয়েছে।
এ জাতীয় আরো খবর..