মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতি তার সরকারের পদত্যাগের কথা ঘোষণা করেছেন। সংস্কারের জন্য যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে আসছিল।
শাতি বলেন, ‘আমি প্রেসিডেন্টের [মাহমুদ আব্বাস] কাছে সরকারের পদত্যাগপত্র পেশ করছি।’
তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন এবং পশ্চিম তীর ও জেরুসালেমে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন তিনি।
তিনি বলেন, হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের পর রাজনৈতিক সমঝোতার আলোকে বৃহত্তর সরকার গঠনের পথ সুগম করার লক্ষ্যে তার সরকার পদত্যাগ করেছে।
উল্লেখ্য, গাজা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আন্তর্জাতিক প্রয়াস জোরদার হওয়ার প্রেক্ষাপটে সরকার সংস্কারের জন্য আব্বাসের ওপর ক্রমবর্ধমান মার্কিন চাপের ফলে এই সিদ্ধান্ত হয়েছে।
সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল