সোমবার, ১২:১৯ পূর্বাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

মায়ের মৃত্যুতে ছুটি নেন ইঞ্জিনিয়ার, চাকরিতে ফেরার ৪ দিনের মাথাতেই ছাঁটাই গুগলের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ৮০ বার পঠিত

মায়ের মৃত্যুর খবর পেয়ে ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার টমি ইয়র্ক। চাকরিতে ফেরার চার দিনের মাথাতেই তাকে ছাঁটাই করল বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থাটি। তার এই দুর্দশার কথা সমাজমাধ্যম লিংকডিনে এসে নিজেই জানিয়েছেন টমি। তাকে কেন বরখাস্ত করা হলো, তার কোনো সদুত্তর তিনি পাননি বলেও টমি জানিয়েছেন। তার অভিযোগ, কোনো কর্মী মানসিক ভাবে বিধ্বস্ত থাকলে, তাকে ছাঁটাই করে আরো বিধ্বস্ত করছে গুগল।

তার কথায়, ‘গত সপ্তাহে গুগল আমাকে ছাঁটাই করেছে। ২০২২-এর ডিসেম্বরে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আমার মায়ের। সেই জন্য আমি ছুটি নিয়েছিলাম। কাজে ফেরার চার দিনের মধ্যেই আমাকে বরখাস্ত করা হলো।’

টমি জানিয়েছেন, মায়ের মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। উদ্বেগ এবং মানসিক যন্ত্রণায় দিন কাটছিল তার। সেই চাপ কমাতেই তিনি ছুটি নিয়েছিলেন। কিন্তু ছাঁটাইয়ের খবরে তিনি আবার ভেঙে পড়েছেন বলে টম জানিয়েছেন।

টমি লিখেছেন, ‘আমি ক্লান্ত এবং হতাশ। কয়েক জন কর্মীকে আমার থেকেও খারাপভাবে ছাঁটাই করা হয়েছে বলে শুনেছি। কেউ মাটিতে পড়ে গেলে তার দিকে হাত বাড়ানোর পরিবর্তে তাকে যদি কষিয়ে চড় মারা হয়, কেমন লাগবে? আমাদের মতো কর্মীদের অবস্থাও একই রকম হয়েছে।’

টমি ২০২১ সালে গুগলে যোগ দিয়েছিলেন। সংস্থায় যোগ দেওয়ার পর পরই তার মা ক্যানসার আক্রান্ত হন। এর পর কয়েক মাসের লড়াই শেষে ডিসেম্বরে মারা যান তার মা। সেই শোক কাটিয়ে ফেরার পরই ছাঁটাই করা হলো তাকে। যদিও টমির বক্তব্য, গুগল তাকে বরখাস্ত করায় তার কোনো অনুশোচনা নেই।

টমি যোগ করেছেন, ‘এর পর আরো ভালো সংস্থায় কাজ করার সুযোগ থাকবে। কিন্তু মা-বাবা মারা যাওয়ার পর আর ফিরে আসে না। আমি খুশি যে মায়ের মৃত্যুর পর কিছু দিন আমি তার কথা ভেবে কাটিয়েছি।’

সদ্য মা-বাবা হওয়া এক যুগলকেও একসাথে চাকরি থেকে বরখাস্ত করার জন্য ‘অমানবিক’ তকমা পেয়েছে গুগল। কোনো নোটিস ছাড়াই একই সময়ে ইমেল পাঠিয়ে দু’জনকেই ছাঁটাই করা হয়। ওই মহিলা ছয় বছর ধরে গুগলে কাজ করেছিলেন এবং তার স্বামীও দু’বছর হলো সংস্থায় যোগ দিয়েছিলেন। ওই মহিলা গত বছরের শেষের দিকে এক সন্তানের জন্ম দিয়েছেন। ছাঁটাইয়ের আগে আগেই মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন তিনি। ছুটি নেয়ার পরিকল্পনা করেছিলেন স্বামীও। কিন্তু তার মধ্যেই দম্পতিকে একসাথে ছাঁটাই করল গুগল

সম্প্রতি ‘ছাঁটাই অভিযানে’ নেমেছে গুগল, মাইক্রোসফটসহ অনেকগুলো বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা। ১০ বছরেরও বেশি সময় ধরে চাকরি করা কর্মীদেরও রেয়াত করছে না গুগল। গত ১৮ জানুয়ারি একসঙ্গে ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। সম্প্রতি গুগলও প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে।

গুগলের সিইও সুন্দর পিচাইয়ের দাবি, এত সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কারণ হলো অতিরিক্ত কর্মী নিয়োগ। তিনি জানিয়েছেন, বিগত দু’বছরে সংস্থার তরফে বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করা হয়েছে। অর্থনৈতিক মন্দার সময় এই ছাঁটাই প্রক্রিয়া সংস্থার বৃদ্ধি ত্বরান্বিত করবে বলেও তার দাবি। বরখাস্ত কর্মীদের চার মাসের বেতনসহ বেশ কিছু সুযোগ-সুবিধা দেয়া হবে বলেও গুগল জানিয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com