বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় স্বপন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১২ জুন) ২২নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
যদিও এ ঘটনায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কোনো লিখত অভিযোগ দেওয়া হয়নি। মঙ্গলবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
এরপরে আর কোন সম্পূরক তথ্য তার কাছে নেই বলে জানান এই কর্মকর্তা।
হামলার ঘটনায় আইনি কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা এ বিষয়ে যোগাযোগ করা হলে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। যদিও সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সংবাদ সম্মেলন করে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দেন।
উল্লেখ্য, ১২ জুন দুপুর সাড়ে ১২টার দিকে ভোটকেন্দ্র পরিদর্শনকালে হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করিমের ওপর নৌকার কর্মীরা ৮৭ নম্বর কেন্দ্রে হামলা চালায়। আহত প্রার্থী ফয়জুল করিম রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কমিশনার কার্যালয়ে গিয়ে অভিযোগ দেন। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরাজিত হন তিনি।