গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
“মানুষ মানুষের জন্য” শ্লোগানকে ধারন করে মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদীতে হিউম্যান ফর হিউমিনিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার দরিদ্র-অসহায় ও সুবিধা বঞ্চিতদের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে মঙ্গলবার দুপুর ২টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক দখিনের খবর পত্রিকার সম্পাদক কাজী মোঃ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দখিনের খবর পত্রিকার প্রধান সম্পাদক ডাঃ সমীর কুমার চাকলাদার, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনির, বে-সরকারি সংস্থা বিডিএস এর সাবেক এরিয়া ম্যানেজার এস,এম মেহেদী হাসান মনির, শারমীন ক্লিনিকের ব্যাবস্থাপনা পরিচালক মো মুহিদ শরীফ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক লায়ন এস,এম জুলফিকার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিও এসএম মেহেদী হাসান মুরাদ , সাংবাদিক সময়ের কণ্ঠধ্বনি পত্রিকার গৌরনদী প্রতিনিধি এস এম রুহুল আমিন ।
উল্লেখ্য, হংকং প্রবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক , মানবিক ও মানবাধিকার সংগঠক , আন্তর্জাতিক সাংবাদিক , প্রকাশক – সম্পাদক সময়ের কন্ঠধ্বনি। লায়ন দিদার সরদার প্রতিষ্ঠিত এ সংগঠনটির প্রতি আন্তরিক হয়ে সুবিধা বঞ্চিতদের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণের ডোনার ও সহযোগী’রা হলেন যথাক্রমে, ডাঃ সমীর কুমার চাকলাদার (বাংলাদেশ), প্রখ্যাত আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম মাহী এবং সংগঠন আবৃত্তিমেলা’র পরিবারবর্গ (বাংলাদেশ) । কবি ও লেখিকা রত্না বাড়ৈ (ইউ এস এ), ব্যাবসায়ী ও সমাজ সেবক মনিরুজ্জামান খান টিপু ইউ কে, সমাজসেবক ও সংগঠক সিকদার মিজানুর রহামান মিজান ইউ কে, আয়োজনে বিশেষ ভাবে ভলান্টিয়ার সার্ভিস প্রদান করেন শাহরিয়ার আদিত্য মানবিক ও মানবাধিকার সংগঠক, সাংবাদিক লায়ন দিদার সরদার (হংকং)।
এই আয়োজনে সমাজের বিশিষ্টজন উপস্থিত ছিলেন ।