মানারাত ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস-চ্যান্সেলর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রবীণ অধ্যাপক প্রফেসর ড. এম. উমার আলীর সহধর্মিনী নূরুন্নাহার বেগম ১ মে দিবাগত রাত ১০টার দিকে রাজধানী ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৫ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।
নূরুন্নাহার বেগমের জানাযা অনুষ্ঠিত
২ মে সকাল সাড়ে ৮টায় রাজধানীর রামপুরায় ছালামবাগ জামে মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, দক্ষিণের নায়েবে আমীর ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকারসহ বহু শুভাকাক্সক্ষী ও নেতৃবৃন্দ।
শোক বিবৃতি
নূরুন্নাহার বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২ মে এক শোকবাণী প্রদান করেছেন
।
শোকবাণীতে তিনি বলেন, নূরুন্নাহার বেগম একজন পরহেযগার ও গুণী মহিলা ছিলেন। তিনি ইসলামী ছাত্রশিবিরের একজন সত্যিকার অভিভাবক ছিলেন। ইসলামী ছাত্রশিবিরের প্রতি ছিল তাঁর হৃদয় নিংড়ানো মায়া-মমতা, আবেগ ও ভালবাসা। তিনি আজীবন ইসলামী আন্দোলনকে সহযোগিতা করে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।