ঢাকা প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারসহ ২৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় হাইকোর্টের জামিন বাতিল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ যখন গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা, তখন গণবিচ্ছিন্ন ফ্যাসিষ্ট সরকার নির্বিচারে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে মামলা, হামলা, গ্রেফতার ও রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন এবং কারান্তরীণ করা অব্যাহত রেখেছে।
গতকাল ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা বিএনপির সদস্য আমিনুল হক, রামভাদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রোকন উজ্জামানসহ মোট ২৫ জনকে ফুলপুর থানার মিথ্যা বানোয়াট মামলায় ম্যাজিষ্ট্রেট কোর্ট জামিন বাতিল করে এবং নেতৃবৃন্দকে জেলহাজতে নিয়ে গিয়ে হয়রানী করা হয়। পরবর্তীতে ময়মনসিংহ জজকোর্টে আপীল করা হলে তাদের জামিন মঞ্জুর করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের অহেতুক হয়রানী করা সরকারের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। সরকারের ইঙ্গিতেই এসব ঘটনা ঘটানো হচ্ছে।
বিএনপি মহাসচিব বিবৃতিতে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।