মঙ্গলবার, ১০:৩১ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ময়মনসিংহের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৬১ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন।

আজ শনিবার বেলা ৩টার দিকে তিনি মঞ্চে ওঠেন। পরে জাতীয় সংগীতের মাধ্যমে জনসভার কার্যক্রম শুরু হয়।

শুরুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে গারোদের ভাষায় গান ও নাচ পরিবেশন করা হয়।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে জনসভাস্থল সার্কিট হাউস মাঠ থেকে একযোগে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ২০১৮ সালের ২ নভেম্বর ময়মনসিংহ গিয়েছিলেন। পাঁচ বছর পর আজ আবার তিনি সেখানে গেলেন। তার এ আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ময়মনসিংহ নগর। নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।

এদিকে, আজ সকাল থেকেই প্রধানমন্ত্রীর জনসভাস্থলে আসতে শুরু করেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। জনসভায় মানুষের আসার সুবিধার্থে ময়মনসিংহ থেকে জামালপুর, নেত্রকোনা জেলা ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় আজ চলছে আটটি বিশেষ ট্রেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com