ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের অভিষেক(২০২৪-২০২৬) ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৮ই ডিসেম্বর Barking এর Ripple Centre এ অনুষ্ঠিত হয়। গত ৮ ডিসেম্বর রোজ রবিবার Ripple Centre Barking এ ইতালিয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এ সোসিয়েশন ইউকে এর(২০২৪-২০২৬)নতুন কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Barking & Dagenham এর সম্মানিত মেয়র জনাব মইন কাদরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহাম কাউন্সিলের চেয়ার জনাবা রহিমা রহমান।কাউন্সিলর মজিবুর রহমান,Barking & Dagenham এর কাউন্সিলর জনাব ফিরোজ গনি,কাউন্সিলর জনাব ফারুক চৌধুরী,কাউন্সিলর জনাব ফয়জুর রহমান, কাউন্সিলর দিনা হোসাইন,কাউন্সিলর রেজিনা রহমান,একাউন্টে জনাব মাহাবুব মোর্সেদ।
বরিশাল ফ্রেন্ড সোসাইটির পক্ষথেকে গাজী বাচ্চু,মতলব ফোরাম ইউকের প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী সদস্য জনাব ইকবাল ইউসুফ,
বাংলাদেশি ইতালিয়ান ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রধান উপদেষ্টা জনাব আব্দুল হালিম,যুক্তরাজ্য কমিনিটি ব্যক্তিত্ত্ব আজহারুল আজম বাধন,মেজবাউল ইসলাম বাবু,ব্যরিষ্টার জনাব নাফিজ মুফতী,জনাব ইমাম হোসেন,টিপু খান,সেলিম মোহাম্মদ,জহীরুল ইসলাম মৃধা,মাহাবুব উদ্দিন ভূইয়া সহ বাংলাদেশী কমিনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব ইউসুফ আলী পলাশ কোরান থেকে তেলোয়ত করেন।এরপর জাতীয় সংগীত পরিবেশন ও অতিথিদের ফুলের শুভেচ্ছা দেয়া হয়।
অনুষ্ঠানটি দুইটি পর্বে সাজানো হয়।প্রথম পর্বটি ছিলো নবনির্বাচিত কমিটির পরিচয় পর্ব।২০২৪-২০২৬ নবনির্বাচিত কমিটিকে সাবে প্রধান উপদেষ্টা ও বর্তমান স্থায়ী কমিটির সদস্য জনাব জহিরুল ইসলাম সকলের সাথে পরিচয় করিয়ে দেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি জনাব খন্দকার কামাল খোকন ও অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালা করেন
নবনির্বাচিত সাধারন সম্পাদক জনাব মতিন মিয়া এবং নবনির্বাচিত সহ-সাধারন সম্পাদিকা মন্জুরী মন্ডল।
কাজের স্কৃতি সরুপ এই বৎসর পাঁচজনকে সন্মানিত করাহয় তাহারা হলেন জনাব হাবিবুর রায়হান শহীদ,জনাব জহীরুল ইসলাম,জনাব আবু নোমান,জনাব মনিরুজ্জামান খান টিপু ও শাহনাজ সুমী।
সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক প্রধান উপদেষ্টা ও বর্তমান স্থায়ী কমিটির সদস্য জনাব জহিরুল ইসলাম,সংগঠনের স্থায়ী কমিটিরসদস্য জনাব হাবিবুর রায়হান শহীদ,স্থায়ী কমিটির সদস্য শাহনাজ সুমী,সাবেক সম্মানিত সভাপতি ও বর্তমান উপদেষ্টা জনাব মোঃ আবু নোমান,উপদেষ্টা সামিনা নাসরিন স্বপনা(বাবলী),উপদেষ্টা সাহেদুল আলম সোহেল,সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি জনাব মনিরুজ্জামান খান টিপু,সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির এক নং সদস্য জনাব মহিউদ্দিন আহমেদ টুটুল,সহ-সভাপতি মফিজুল ইসলাম,সহ-সভাপতি শামছুন্নাহার শিল্পী,সহ-সভাপতি জনাব জাহাঙ্গীর খান,সহ-সভাপতি কবিরুল ইসলাম কামাল,সহ-সভাপতি ফেরদৌসি পলি,সহ-সাধারন সম্পাদক গকুল দাস,সহ-সাধারন সম্পাদক জনাব শাহ্ সেলিম,সাংগঠনিক সম্পাদক জনাব ইউসুফ আলী পলাশ,অর্থ সচিব জনাব শাহ্ আলম হাবিব,প্রচার সম্পাদক আতিকুর রহমান,মহিলা সম্পাদিকা শাহনাজ আক্তার রত্না,কার্যকরি পরিষদের সদস্য শামিমা আক্তার রুপা,সহ-সাংগঠনিক সম্পাদক নূর খান(ডেবিড),সহ আরো অনেকে।
সবশেষে সংগঠনের নবনির্বাচিত সভাপতি জনাব খন্দকার কামাল খোকন ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মতিন মিয়া সকলকে নিয়ে সুন্দর ভাবে সংগঠনকে আরো গতিশীল করার অংঙ্গীকার ব্যক্তকরেন।
অভিষেক আগত অতিথি বক্তারা নবগঠিত কমিটিকে স্বাগত জানায়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের খাবারের ব্যবস্থা।
সাংস্কৃতিক অনুষ্ঠন পরিচালোনায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদিকা মুনা আহমেদ।
সংগিত পরিবেশন করেন শাহনাজ সুমী,মন্জুরী মন্ডল,ইলভা ফিরোজ,অরপিতা,সাদমান,ও মুনা আহমেদ।