ভারতের মধ্যপ্রদেশের রাওয়া জেলায় বাস দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসটি তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ থেকে উত্তর প্রদেশের গোরাখপুর যাচ্ছিল।
এই ঘটনায় টুইটারে একাধিকবার শোক প্রকাশ করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চোহান ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একটি টুইটে তিনি বলেছেন, উদ্ধার কাজ দ্রুত গতিতে চলছে।
যোগী আদিত্যনাথ আরেকটি টু্ইটে বলেছেন, আমরা হতাহতদের পরিবারের পাশে আছি।
তিনি নিহতদের পরিবারকে দুই লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।