পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শুক্কুর সরদার (৩৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে তাকে উপজেলার ধানীসাফা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শুক্কুর সরদার উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মৃত হামিদ সরদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে , মঠবাড়িয়া থানায় ২০১৮ সালের জিআর ৪১২/১৮ একটি মাদক মামলায় পিরোজপুর জেলা দায়রা জজ আদালত আসামি শুক্কুর সরদারকে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডাদেশ দেন।
সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার ওসি আসিকুজ্জামানের নেতৃত্বে এএসআই শাহজাহান ও এএসআই নুরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পলাতক আসামি শুক্কুর সরদারকে ধানীসাফা কলেজ এলাকা থেকে ধাওয়া করে কৃষি জমির পানির মধ্য থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি আসিকুজ্জামান (পিপিএম) জানান, গ্রেপ্তারকৃত শুক্কুর সরদারের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।