কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩ (তিন) কেজি গাঁজাসহ সাবানা খাতুন (২৯) নামের এক নারীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার জয়মনির হাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের তার বাড়ি থেকে মাদকদ্রব্য সহ তাকে আটক করা হয়। সে ওই গ্রামের নূরন্নবী মিয়ার স্ত্রী। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের আব্দুল আজিজের ছেলে নূরন্নবীর বাড়িতে অভিযান চালায়।পুলিশের উপস্হিতি টের পেয়ে বাড়ির মালিক মাদক কারবারি নূরন্নবী ও তার ভাই আল আমিন পালিয়ে যায়।
পরে পুলিশ তার বসত বাড়ির পূর্ব দুয়ারী দক্ষিণ দিকের চৌচালা টিন সেট পাঁকা শয়নঘর তল্লাশী করে ০৩ (তিন) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। এসময় মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে নূরন্নবীর স্ত্রী সাবানা খাতুনকে আটক করে থানয় নিয়ে আসে পুলিশ। পুলিশের দাবি তাদের জিজ্ঞাসাবাদে আটক আসামী সাবানা খাতুন উদ্ধারকৃত গাঁজার বিষয়ে জানিয়েছেন যে পলাতক আসামী তার স্বামী ও ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে নূরনবী ইসলাম (৩৫) ও তার দেবর আল আমিন (২৯) এর মাধ্যমে তাদের পরস্পর সহযোগীতায় উক্ত গাঁজা ভারত থেকে সংগ্রহ করে মাদক সেবীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে
। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক আসামীসহ পলাতক আসামিদের বিরুদ্ধে বুধবার (২০ এপ্রিল) ভুরুঙ্গামারী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ দায়ের করে আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযান আরো জোরদার করা হবে। ### আমিনুর রহমান বাবু ২০-০৪-২৩