গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে সর্বদলীয় রাস্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে লাখেরাজ কসবা গ্রামের ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের পারিবারিক গোরস্থানে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের সমাধিতে ও সকল শহীদদের স্মরনে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন, গৌরনদী রিপোর্টাস ইউনিটি, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামি প্রি-ক্যাডেটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সামাজিক সংগঠন ও সাংবাদিকরা ।
বুধবার সকালে লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় শহীদ মিনার চত্বরে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান কাজী খাদিজা আকাতারের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক জামিল মাহমুদ, ইসলামি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ছিবরুল আশরাফ হেমায়েত, বন্ধুসভার সাবেক সভাপতি এস.এ. রহমান সিবলু, প্রমূখ। আলোচনা শেষে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ও সকল ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ছিবরুল আশরাফ হেমায়েত।