ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ভারত বাক-স্বাধীনতার নামে, বিশ্বনবী হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটুক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ জন্য বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারকে ভারতের মোদি সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। ৫ আগষ্টের পর সারা দেশে বিভিন্ন মন্দির ও থানা পাহাড়া দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা-কর্মীরা। আমার দল সহিংসতার রাজনীতি বিশ^াস করে না।
ছাত্র-জনতা গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে শনিবার দুপুরে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার আয়োজনে সরকারি গৌরনদী বিশ^বিদ্যালয় কলেজ মসজিদ সংলগ্ন গৌরনদীর কেন্দ্রীয় ইদগাহ ময়দানে এ গণ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতী নেছার উদ্দিন।
বক্তব্য রাখেন বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, আগৈলঝাড়া উপজেলা সভাপতি মুহাম্মাদরাসেল সরদার মেহেদী, উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান, উপজেলা সহ-সভাপতি ওবায়দুল হক নবী, সাধারন সম্পাদক মাওলানা এমদাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।