অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে গ্রুপ ওয়ান এর ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা টাইগ্রেস যুবারা নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৬৪ রান করেছে।
আজ রবিবার মালয়েশিয়ার বেইউমেস ওভালে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ভারতীয় বোলারদের তোপে কোনো টপঅর্ডারের কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ২১ রান করেন অধিনায়ক সুমাইয়া আখতার। আর ১৪ রান করেন জান্নাতুল মাওয়া।
ভারতীয় বোলারদের মধ্যে বিষ্ণবি শর্মা ৩টি উইকেট পান।