ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদল প্রবেশের খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে রূপালী ব্যাংকের এ শাখাটিতে ডাকাতদল প্রবেশ করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ডাকাতদেরে আটক ও জিম্মিদের উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছে।
জানা গেছে, দুপুরে রূপালী ব্যাংকের এ শাখায় ডাকাতদল প্রবেশ করে। ভেতরে ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীসহ উপস্থিত সবাইকে জিম্মি করে রেখেছে তারা। ব্যাংকের গেট ভেতর থেকে লাগিয়ে রাখা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ সংবাদমাধ্যমকে বলেন, ‘ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।’