বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল বিভাগের একটি প্রতিনিধি দল শনিবার সকালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ এম. জহির উদ্দিন স্বপনের সাথে গৌরনদীতে শুভেচ্ছা বিনিময় করেন।
শনিবার বেলা ১১টায় উপজেলা সদরে একটি অভিজাত রেষ্টুরেন্টে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় সাংসদ এম. জহির উদ্দিন স্বপন বলেন, আমাদেরকে মনে রাখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় হল স্বৈরতন্ত্র ও ফেসিবাদ শেখ হাসিনা বিরোধী দীর্ঘ আন্দোলনের শেষ পর্ব। অবশ্যই এর কৃতিত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এ আন্দোলনে গুম হয়েছে ৬শ লোক। ইলিয়াস আলীকে এখনো খুজে পাওয়া যাচ্ছে না। ছাত্র জনতার এ কতিত্ব ও অবদান কেউ যেন গোষ্ঠিগত স্বার্থে চুরি করতে না পারে, এ ব্যপারে সজাগ থাকতে হবে। রাষ্ট্রের মালিক জনগণ। আশা করি দেশ তার আইন অনুযায়ী চলবে। অন্তরবর্তী সরকার দেশকে যত দ্রুত সম্ভব রাষ্ট্রের মালিক জনগনের কাছে ফিরিয়ে দেবে। জনগন তার মালিকানা চর্চা করবে সাংবিধানিক ভাবে। কেউ যেন একটা অসাংবিধানিক সরকারকে দীর্ঘ মেয়াদী করতে না পারে। এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সব সময় সজাগ থাকতে হবে। যত দ্রুত সম্ভব একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে রাষ্ট্রের মালিক জনগনের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সরকারের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্ঠা নাহিদ ইসলাম টেলিফোনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সময় তাদের সাথে যুক্ত হন। উপদেষ্ঠা নাহিদ ইসলাম বলেন, গণআন্দোলনের এ বিজয় শুধু ছাত্র সমাজের একার বিজয় নয়। এ বিজয় রাষ্ট্রের আপামর জনসাধারণের। রাষ্ট্রের মালিকানা যে জনগণের, সেই জনগণকে সাথে নিয়ে আন্দোলনে শহীদদের আত্মত্যাগের লক্ষ আমরা অর্জন করতে পারবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ সময় সদ্য কারামুক্ত জাতীয় নেতা এম. জহির উদ্দিন স্বপনকে ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানায়।
প্রতিনিধি দলের আন্দোনকারী ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন নাহিদ খলিফা, সোহান হাওলাদার, মেহেরুন নেছা লাবন্য, জাহিদুল ইসলাম, তরিকুল খলিফা, কাওছার, মাসুম, রাফসান, শাওন, জারনবী মিতু, সেতু আক্তার। সদ্য কারামুক্ত মাদারীপুর সরকারি কলেজের ছাত্র রিয়াদ হাওলাদারও প্রতিনিধি দলের সাথে ছিলেন। গৌরনদী-আগৈলঝাড়ার আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।