সোমবার, ০৯:৫২ পূর্বাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

‘বৈশ্বিক সিদ্ধান্তহীনতায়’ আমাদের আরো লোক মরছে : ইউক্রেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৭৩ বার পঠিত

ইউক্রেন ‘বৈশ্বিক সিদ্ধান্তহীনতার’ সমালোচনা করে বলেছে, এ কারণে তাদের আরো বেশি লোক মারা যাচ্ছে।

ইউক্রেনের ক্ষমতা জোরদার করতে লেপার্ড ট্যাংক সরবরাহ করার সিদ্ধান্ত জার্মানি স্থগিত করায় ইউক্রেন এ কথা বলেছে।

খবর এএফপি’র।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক শনিবার টুইট করে বলেছেন, ‘আজকের সিদ্ধান্তহীনতা আমাদের আরো বেশি লোককে হত্যা করছে। যত দেরি হবে, তত বাড়বে ইউক্রেনীয়দের মৃত্যু। দ্রুত চিন্তা করুন।’

বিশ্বের প্রায় ৫০টি দেশ শুক্রবার ইউক্রেনকে কয়েক শ’ কোটি ডলার মূল্যের ভারী সামরিক অস্ত্র সরবরাহ করতে সম্মত হয়েছে। এর মধ্যে আছে সাঁজোয়া যান এবং যুদ্ধাস্ত্র।

তবে ইউক্রেনকে ট্যাংক সরবরাহ করার জন্য যথেষ্ট চাপের মধ্যে রয়েছে জার্মানি। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, ‘আমরা এখনো বলতে পারি না, কখন সিদ্ধান্ত নেয়া হবে এবং সিদ্ধান্ত কী হবে। লেপার্ড ট্যাংকের কথা ওঠার পর এ প্রশ্ন দেখা দিয়েছে।’

উল্লেখ্য, লেপার্ড-২ ট্যাংক চায় ইউক্রেন। এটি জার্মানির তৈরি।

শনিবার লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডগারস রিংকেভিক্স তিনটি বাল্টিক রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের একটি যৌথ বিবৃতি টুইট করেছেন। সেখানে তারা ‘এখনই ইউক্রেনকে লেপার্ড ট্যাংক সরবরাহ করার’ জন্য জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন।

তারা বলছেন, রুশ আগ্রাসন বন্ধ ও ইউরোপে দ্রুত শান্তি পুনরুদ্ধারে এটি সরবরাহ করা প্রয়োজন।

এদিকে জার্মানির বার্লিনে কয়েক শ’ মানুষ জার্মান কতৃপক্ষের প্রতি ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠানোর আহ্বান জানিয়ে ফেডারেল চ্যান্সেলারি ভবনের বাইরে বিক্ষোভ করেছে।

তবে ইউক্রেনে ট্যাংক পাঠানো বা অন্য দেশগুলোকে জার্মানির তৈরি ট্যাংক সরবরাহের অনুমতি দেয়ার বিষয়ে বার্লিন বেশ সতর্ক অবস্থায় রয়েছে।

এ সপ্তাহের শুরুর দিকের এক প্রতিবেদন অনুসারে, জার্মানি লেপার্ড-২ পাঠাতে সম্মত হবে, যদি যুক্তরাষ্ট্রও তাদের আব্রামস ট্যাংক সরবরাহ করে। কিন্তু ওয়াশিংটন বলেছে, প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের অসুবিধার কারণে আব্রামস ট্যাংক সরবরাহ করলেও, তাতে কোনো কাজ হবে না।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের খবরে বলা হয়েছে, শনিবার রাশিয়া ২৬টি বিমান হামলা চালিয়েছে।

এতে আরো বলা হয়েছে, শত্রুপক্ষ তাদের আগ্রাসী পরিকল্পনা পরিত্যাগ করছে না। বরং রুশ-ইউক্রেন সীমান্তের দোনেৎস্ক অঞ্চল পুরো দখলের ওপরই তারা এখন বেশি নজর দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com