শুক্রবার, ০৫:৪৭ পূর্বাহ্ন, ১০ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বেনাপোল ১১২ টি স্বর্ণের বার জব্দ, আটক ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১০১ বার পঠিত

বেনাপোলের আমড়াখালি সীমান্তে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় দু’জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বির্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

বুধবার রাত সাড়ে ৯টার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন চাঁদপুরের মতলব থানার মোবারকপুরের মনুমিয়ার ছেলে ওমর ফারুক (২৭) এবং একই গ্রামের বারেক সরকারের ছেলেফরহাদ হোসেন (৩২)।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে বেনাপোলের আমড়াখালি সীমান্ত দিয়ে দু‘জন পাচারকারী বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অবস্থান নেয়। পরে বিজিবি তাদের অটক করে বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। তাদের দেহ তল্লাশি করে সেখান থেকে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। আটক স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ১৬ কোটি টাকা।

বিজিবি আরো জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায় জব্দ করা সোনার একটি অংশের মালিক স্থানীয় বড় আচড়া গ্রামের ক্ষীতিষ চন্দ্র্র দের ছেলে অশোক কুমার দে। অশোক নারী ও শিশু পাচারের সাথে জড়িত বলেও বিজিবি জানায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিনহাজ আহমেদ সিদ্দিকি জানান, ভারতে পাচারের সময় আমড়াখালি সীমান্ত থেকে বিজিবির সদস্যরা ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বার জব্দ করেছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলার প্রক্রিয়া চলছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com