যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে শুক্রবার পাঁচ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।
বিজিবি-২১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ জানান, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
তানভীর আহমেদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং বিজিবি দল ব্যাগ থেকে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করে।