বৃহস্পতিবার, ০৪:৩৩ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বেগম খালেদা জিয়ার চিকিৎসক কে এই প্যাট্রিক কেনেডি?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৩ বার পঠিত

যুক্তরাজ্যের লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিকে’ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। অধ্যাপক প্যাট্রিক একজন বিখ্যাত লিভার বিশেষজ্ঞ। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকা তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বুধবার এ তথ্য জানিয়েছেন।

কে এই প্যাট্রিক কেনেডি?

দ্য লন্ডন ক্লিনিকের ওয়েবসাইটের তথ্য বলছে, অধ্যাপক কেনেডি শীর্ষস্থানীয় লিভার বিশেষজ্ঞ। তিনি লিভারের ভাইরাসজনিত রোগ নিয়ে কাজের জন্য পরিচিত। ইউনিভার্সিটি কলেজ ডাবলিন থেকে প্রশিক্ষণ নেওয়ার পর লন্ডনে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ২০০৯ সালে বার্টস এবং লন্ডন স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রিতে সিনিয়র লেকচারার হিসেবে যোগ দেন। তিনি হেপাটাইটিস বি (সিএইচবি) রোগ নিয়ে গবেষণা কাজ করেছেন। তার গবেষণার মূল লক্ষ্য ছিল লিভারের ভাইরাসজনিত রোগের চিকিৎসার জন্য বিশেষ কৌশলের বিকাশ ঘটানো। এ বিষয়ে ২০০ টিরও বেশি প্রকাশনা এবং ৯০টিরও বেশি পিয়ার রিভিউড নিবন্ধসহ একাধিক বই লিখেছেন অধ্যাপক কেনেডি। তিনি হেপাটোগ্যাস্ট্রোএন্টেরোলজির একটি বইও সম্পাদনা করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন বিশেষজ্ঞ উপদেষ্টা হিসেবে কাজ করার পাশাপাশি তিনি ইউরোপীয় লিভার রিসার্চ অ্যাসোসিয়েশনের এইচবিভি ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন কমিটির সদস্য। তিনি ইউনাইটেড কিংডম অ্যাডভাইজরি প্যানেলের (ইউকেএপি) হয়ে রক্তের ভাইরাসজনিত রোগে বিশেষজ্ঞ মতামত দিয়ে থাকেন।

প্রফেসর কেনেডি পেশাদার ক্রীড়াবিদ এবং প্রিমিয়ার লিগ ফুটবলের ক্লাবগুলোতে লিভার রোগ নিয়ে পরামর্শ দিয়ে থাকেন। এ ছাড়া তিনি এইচবিভি অ্যান্ড মি নামে একটি অ্যাপ তৈরি করেছেন, যার মাধ্যমে রোগীদের সঙ্গে যোগাযোগ সহজতর করে স্বাস্থ্যসেবা উন্নত করার চেষ্টা চালাচ্ছেন।

প্রফেসর কেনেডির একজন রোগীর প্রথম পরামর্শ ফি ৩৫০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার ৫০০ টাকা)। ফলোআপের জন্য ফি ধরা হয়েছে ২৫০ পাউন্ড (প্রায় ৩৭ হাজার ৫০০ টাকা)।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রফেসর প্যাট্রিক কেনেডির নেতৃত্বে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদ্‌রোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তাঁকে লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রফেসর কেনেডি ও তাঁর চিকিৎসক দল খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে তাঁর চিকিৎসা শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com