রবিবার, ১১:০১ পূর্বাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বিসিবির মহাগুরুত্বপূর্ণ বোর্ড সভা আজ, আসতে পারে বড় সিদ্ধান্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৪৪ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেটের বহুল কাঙ্খিত বোর্ড সভা আজ। আসতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নির্ধারণ হতে পারে পরিচালকদের ভাগ্য। নতুন করে সাজানো হবে বিভিন্ন বিভাগ, নিয়োগ হবে বিভাগীয় প্রধান।

আজ বৃহস্পতিবার বেলা ৩টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে। দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মধ্যে পরিচালনা পর্ষদের সভা ডেকেছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।

সরকার পতনের পর জরুরি এক সভায় বিসিবি সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। ওই সভা আয়োজন হয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। তবে নতুন সভাপতির নেতৃত্বে এবারের সভা হবে বোর্ডের নির্ধারিত কার্যালয়েই।

ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের এটাই প্রথম সভা। ফলে নানা দিক থেকে এবারের বোর্ড সভা বেশ গুরুত্বপূর্ণ। যেখানে আত্মগোপনে থাকা পরিচালকদের ভাগ্য নির্ধারণের পাশাপাশি বিভিন্ন বিভাগ নতুন করে সাজানো হতে পারে।

সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে সাথে গা ঢাকা দিয়েছেন পরিচালকদের বড় একটা অংশ। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পর্কযুক্ত বা মদদপুষ্ট সংগঠকরা আছেন আড়ালে। ফলে ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটছে।

সেই পরিচালকদের অনেকেই হয়তো আজকের সভায় যোগ দেবেন না। ২১ আগস্ট হওয়া সর্বশেষ বোর্ড সভায়ও ছিলেন না অনেকে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালক পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে তার পদ শূন্য হয়ে যায়।

এমতাবস্থায় তখন ওই নির্দিষ্ট পদে নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালক আনার নিয়ম। আজকের সভাটি সে পথে আরেকটু এগিয়ে দিতে পারে ফারুক আহমেদের বোর্ডকে। বিশেষ করে অনুপস্থিতদের মাঝে যারা গত ২ জুলাইয়ের সভাতেও ছিলেন না, তারা জায়গা হারাবেন নিশ্চিতভাবেই।

বদলে যাবে বোর্ডের স্ট্যান্ডিং কমিটি। অর্থ, ক্রিকেট পরিচালনা, বিপিএল গভর্নিং কাউন্সিল, মার্কেটিং, গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ, গেম ডেভেলপমেন্ট, হাইপারফরম্যান্স ইউনিট, মিডিয়া বিভাগের কমিটিও পুনর্গঠন করা হতে পারে আজই।

সভায় আরো একটা বড় ইস্যু হতে পারেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও হাথুরুসিংহের চেয়ে ভালো কোচ পেলে তাকে সরিয়ে দেয়ার কথা আগেই জানিয়েছিলেন বর্তমান সভাপতি।

পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ নিয়েও আলোচনা হবে। নির্মাণকাজের জন্য নাজমুল হাসানের বোর্ডের আহ্বান করা দরপত্র গ্রহণের শেষ দিন শুক্রবার।

জানা গেছে, আজকের সভায় বাতিল হয়ে যেতে পারে দরপত্র গ্রহণপ্রক্রিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com