বিশ^ এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদীতে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সদরের ভেটেনারী হাসপাতাল চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে “এন্টিমাইক্রোবিয়ালের অকার্যকারিতাঃ নিজে জানুন, অন্যকে জানান, প্রতিরোধের এখনই সময়” প্রতিপাদ্যের ওপর ভেটেনারী হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাভানা ফার্মাসিউটিক্যালসের ভেটেনারি ডিভিশনের সহযোগীতায় ভেটেনারী সার্জন ডাঃ মোঃ মাহামুদুল হাসান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শেখ আরিফুর রহমান, নাভানা ফার্মাসিউটিক্যালসের ভেটেনারি ডিভিশনের রিজওনাল ইন্ট্রাপ্রেনিউর সঞ্জিব কুমার তালুকদার। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেনারী হাসপাতালের কর্মকর্তা কর্মচারীগন ওই র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।