খুব দ্রুততম সময়ে দুইটা বড় বড় প্রোগ্রাম করতে হচ্ছে আমাকে। মাশাল্লাহ দিলে আমাদের জাতীয় কবি পরিষদের অনুষ্ঠান খুব অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে আমরা করতে পেরেছি। এটার পাশাপাশি চলতেছে আমার মেয়ের বিয়ের প্রোগ্রাম। গতকাল ওদের গায়ে হলুদ গেল। আগামীকাল বিয়ে এবং পরের দিন বৌভাত। ছেলের বাবা কানাডা প্রবাসী। ছেলেমেয়ে দুজনই মানে সাহিল -জানবি দুজনে কানাডা চলে যাবে। দুদিন পরে রোজা তাই ইমারজেন্সি ভিত্তিতে একসাথে এই প্রোগ্রামগুলো করে ফেলতে হচ্ছে। আমি নিজে কাউকে কার্ড দিয়ে দাওয়াত দিতে পারিনি, পারতেছি না। বিজনেস কাজের ফাঁকে ফাঁকে আমি দুই একজনকে দাওয়াত পত্র দিয়েছি সরাসরি। তাই হোয়াটসঅ্যাপে দাওয়াত দিলাম। বাকি সবাইকেই হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে দাওয়াত দিতে হচ্ছে বা হয়েছে। দোয়া করবেন ওদের জন্য। আমাদের বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালের ঠিক পিছনে জাবেল লঞ্চ একটা টার্কিশ রেস্টুরেন্টে বিয়ের অনুষ্ঠান হবে। গায়ে হলুদ গতকাল এখানেই হয়েছে। আর পরশুদিন বৌভাত। আপনাকে সপরিবারে অনুষ্ঠানের দাওয়াত/ আমন্ত্রণ/ নিমন্ত্রণ রইল। যারা যারা আসতে পারবেন আমাকে জানাবেন। আর যারা আসতে পারবেন না তারা সবাই দোয়া করবেন ওদেরকে। ওদের দুজনের উজ্জল সুখী ভবিষ্যতের জন্য আপনার দোয়া কামনা করছি।
নিমন্ত্রণে,
টিপু রহমান, ত্রাণ, দুর্যোগ ও পুনবাসন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি,প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় কবি পরিষদ ( জা ক প )।