আবারও ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
রাত থেকে চলমান এই কর্মসূচি কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হয়েছিল। কিন্তু সকাল সাড়ে ৭টার দিকে দেখা যায়, আবারও শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ। সকালেও সেখানে রয়েছেন শত শত মানুষ।
প্রসঙ্গত, ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে একে একে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপর রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়।
এদিকে রাত ১১টার দিকে বাড়িটির সামনে আনা হয় ক্রেন এবং রাত সোয়া ১১টার দিক থেকে বাড়িটি ভাঙার চেষ্টা ব্যর্থ হলে আনা হয় এক্সকেভেটর। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙার কাজ চলতে থাকে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ফেসবুকে ওই কর্মসূচির ডাক দেওয়া হয়।