দেশজুড়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরান। এ ছাড়া স্বাভাবিক রয়েছে দেশটির রাজধানী তেহরান। শুক্রবার ভোরে সম্ভাব্য ইসরায়েলি হামলার জের ধরে বিমান চলাচল বিঘ্নিত হয়েছিল দেশটিতে। তবে এখন পুনরায় স্বাভাবিক হয়ে গেছে সবকিছু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
শুক্রবার ভোরে ইরানে প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইসরায়েল। ভোরে ইস্ফাহানে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে। রাজধানী তেহরান থেকে প্রদেশটির দূরত্ব সাড়ে ৩০০ কিলোমিটার। ইস্ফাহানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অবস্থিত। দেশটির অন্যতম বড় সামরিক বিমান ঘাঁটিও রয়েছে এখানে। মার্কিন কর্মকর্তারাও হামলার বিষয়টিনিশ্চিত করেছেন।
তবে এই হামলায় এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ক্ষেপণাস্ত্র নয়। বরং ড্রোন হামলার চেষ্টা করা হয়েছিল। ইরান তা প্রতিহত করেছে। ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি এখনো।
ইরানি বার্তাসংস্থা তাসনিম জানায়, দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেশিরভাগ বিমানবন্দরে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে।