ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। স্কোরবোর্ডে ঢাকা ১৭৪ রান যোগ করলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তাসকিন। তার আগুন ঝড়া বোলিংয়ে তোলপাড় হয়েছে রেকর্ড বই।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ আসরের ইতিহাসে সেরা স্পেল এখন তাসকিনের। পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরের ১৭ রানে ৬ উইকেট নেয়ার কীর্তিকে। সেইসঙ্গে টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারীও এখন তাসকিন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে ঢাকা। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় তারা। তানজিদ হাসান তামিম ১০ বলে ৯ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান লিটন দাস। দুজনকেই আউট করেন পেসার তাসকিন আহমেদ।
এরপর শুরুর এই ধাক্কা সামাল দেন শাহদাত দিপু ও বিদেশি রিক্রুট স্টিফেন এসকিনাজি। ৭৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এসকিনাজি ৪৬ রান করে আউট হলেও ফিফটি তুলে নেন দিপু।
তবে দলীয় ১২৯ রানে ৪১ বলে ৫০ রান করে আউট হন দিপু। তাকে আউট করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তাসকিন। এরপর অধিনায়ক থিসারা পেরেরা ও শুভম রানজানে আগ্রাসী ব্যাটিং করেন।
বিস্তারিত আসছে…