বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের কনসার্টেও থাকছেন পাকিস্তানের রাহাত ফতেহ আলি। জানা গেছে, আগামীকাল সোমবার মিরপুরের এই অনুষ্ঠানে গান গাইতে তিন কোটি ৪০ লাখ টাকা, মার্কিন মুদ্রায় যা প্রায় ২ লাখ ৮৬ হাজার ডলার পারিশ্রমিক নেবেন এই শিল্পী।
শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় পারফরম্যান্স ফি হিসেবে রাহাত ফতেহ আলী খানকে এই টাকা দেয়ার সিদ্ধান্ত অনুমোদন হয়েছে।
বিপিএলের তিনটি ভেন্যুতেই কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে বিসিবি। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৩ ডিসেম্বর মঞ্চ মাতাবেন পাকিস্তানের রাহাত ফতেহ আলি ও বাংলাদেশের জেমস। ২৫ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও ২৭ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে বিপিএল কনসার্ট। কারণ দেশের এ তিন ভেন্যুতে হবে বিপিএলের ম্যাচ।
শনিবার জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গান গান রাহাত ফতেহ আলী খান।
বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে জানা যায়, রাহাত ফতেহ আলি ও জেমসের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর বাকি শিল্পীদের সাথে যোগাযোগ চলছে। চট্টগ্রাম ও সিলেটে বিদেশি শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন কিনা, তা ঠিক হয়নি। বিষয়টি দেখছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।