সোমবার, ০৫:০৩ পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৫, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বিচার না করলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না: জামায়াত আমির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৪ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে যতগুলো খুন হয়েছে, ন্যায়বিচারের মাধ্যমে সবগুলোর বিচার করতে হবে। বিচার যদি না হয়, তাহলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না।

আজ শনিবার দিনাজপুর গোর-এ-শহীদ ময়দান বড় মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এসব কথা বলেন শফিকুর রহমান। জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আয়োজনে এই কর্মী সম্মেলন করা হয়।

আওয়ামী লীগের বিষয়ে জামায়াত আমির বলেন, ‘তারা বলতেন গণতন্ত্রের দরকার নেই, উন্নয়ন হলেই চলবে। উন্নয়ন করতে গিয়ে তারা কী করছেন—রডের বদলে বাঁশ উপহার দিয়েছেন, সিমেন্টের বদলে ছাই মিশিয়ে দিয়েছেন, বাংলাদেশ থেকে চুরি করে ২৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রতিযোগিতার রাজনীতি বিশ্বাস করি না। তাহলে আমাদের ওপর যে পরিমাণ জুলুম করা হয়েছে, যদি আমাদের কর্মীরা ধৈর্য না ধরত, তাহলে এই দেশে অনেক পতিশোধ নেওয়া হতো।’

তিনি আরও বলেন, ‘আমরা বলেছি, যতগুলা খুন হয়েছে সবগুলা খুনের বিচার হতে হবে। খুনের বিচার যদি না হয় খুনের সংস্কৃতি বন্ধ হবে না। লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। চাঁদাবাজদের বিচার যদি না হয় চাঁদাবাজি বন্ধ হবে না। ঘুষখোরের যদি বিচার না হয়ঘুষখোরি বন্ধ হবে না। সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে। এ বিচার আমরা দাবি করি।’

জামায়াত আমির বলেন, ‘আইন আমরা নিজের হাতে তুলে নিব—এটাও আমরা পছন্দ করি না। আইন আইনের গতিতে চলবে। বিচার করতে গিয়ে কোনো অবিচার হোক এটাও আমরা চাই না। আমরা চাই ন্যায়বিচারের মাধ্যমে যার যেটা পাওনা, সে যাতে সেটা পেয়ে যায়। এ রকম আমরা একটা বাংলাদেশে গড়তে চাই।’

দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com