খালেদা জিয়ার মুক্তি, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে নতুন কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি। আজ বিকালে কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী রোডমার্চে এ কর্মসূচির ঘোষণা আসতে পারে।
যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে রাজপথে থাকা দলগুলোও অভিন্ন কর্মসূচি দিতে যাচ্ছে।
বিএনপি সূত্রে জানা গেছে, এবার ১২ দিনব্যাপী কর্মসূচি দেবে বিএনপি। আগামী ৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কর্মসূচি দেওয়া হবে।
৭ অক্টোবর শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়ে ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৯ অক্টোবর ঢাকাসহ জেলা ও মহানগরে মিছিল/সমাবেশ।
এক দফার দাবিতে ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন, ১৪ অক্টোবর অনশন এবং ১৬ অক্টোবর যুব কনভেনশন করবে বিএনপি।
বিএনপির সূত্রে এ খবর জানা গেছে, বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাও এসব কর্মসূচি পালন করবে।
বিএনপির কেন্দ্রীয় এক নেতা জানান, চট্টগ্রামে কাজির দেউড়ি মোড়ে রোডমার্চের সমাপনী সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে। কর্মসূচি ঘোষণা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, এই রোডমার্চের মধ্য দিয়ে গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১৭ দিনের কর্মসূচি সমাপ্ত হবে।