রবিবার, ১১:৪৫ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বিএমপি’র সেপ্টেম্বর-২২ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১০৮ বার পঠিত

আজ ১০ অক্টোবর ২০২২ খ্রিঃ সোমবার সকাল ১১ টায় সম্মানিত বিএমপি কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহােদয়ের সভাপতিত্বে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বিএমপি’র মাসিক অপরাধ পর্যালােচনা সভা সেপ্টেম্বর-২২, অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই সভাপতি মহোদয় বিগত মাসের অর্থাৎ সেপ্টেম্বর-২২ মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের খাতওয়ারী তুলনামূলক অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালােচনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি, মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

অফিসার-ফোর্সদের পেশাগত পারফরমেন্সের উপর ভিত্তি করে এ সময় তিনি ভালো পারফর্মেন্স কারীদের পুরস্কৃত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, র‍্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব মাহমুদুল হাসান, বিএমপি উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর জনাব মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার ডিবি জনাব মােঃ জুলফিকার আলী হায়দার,উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার সিএসবি জনাব খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন জনাব বি এম আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ, শেবাচিম হাসপাতাল, সিআইডি, এপিবিএন ও অন্যান্য সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

সুত্রঃBMP MEDIA CELL

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com