বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার পল্টন থানার তিন মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এবং রমনা মডেল থানার দুই মামলায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এদিন গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর হওয়ার পর বিকেল ৩টায় জামিন শুনানির সময় ঠিক করেছেন আদালত।
দায়ের করা মামলাগুলোয় পুলিশ গ্রেপ্তার না দেখানোয় জামিন আবেদন করতে না পেরে এ বিষয়ে সম্প্রতি হাইকোর্টে রিট আবেদন করেছিলেন স্বপন। সেই রিটের শুনানি পর হাইকোর্ট গ্রেপ্তার দেখানোর আবেদন নিষ্পত্তির জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম)ক নির্দেশ দেন। সেই নির্দেশ পাওয়ার পর আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে রমনা ও পল্টন থানায় পৃথক সাতটি মামলা দায়ের হয়। গত ৩ নভেম্বর তাকে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে গত ২৭ নভেম্বর পল্টন থানার আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুদিন রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ৩১ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।