ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে তুলে নিয়ে গেছে পুলিশ। রোববার রাত পৌনে ১২ টার দিকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই অভিযোগ করেছেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, মজনুকে তাঁর রাজধানীর শাহজাহানপুরের বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে।