বিএনপি আবার অগ্নিসন্ত্রাসের বার্তা দিচ্ছে। জামায়াতকে দিয়ে বিএনপি নির্বাচন প্রতিহত করার চেষ্টা করছে। এর মধ্য দিয়ে বিএনপি দেশকে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
আজ রোববার বিকেলে নীলফামারী শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।
তিনি বলেন দেশে যখন উন্নয়ন ঘটছে তখন দেশি বিদেশি যড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। সংগঠন শক্তিশালী থাকলে আওয়ামী লীগকে পরাজিত করার ক্ষমতা কারো নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।