সরকার পতনের এক দফা দাবিতে আগামী শুক্রবার (১১ আগস্ট) রাজধানীতে গণমিছিল করবে বিএনপি।
বুধবার (৯ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, শুক্রবার বাদ জুমা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষ থেকে দুটি গণমিছিল করা হবে। আলাদা করে একইসময় গণমিছিল দুটি হবে। বিএনপির সঙ্গে এক দফা দাবিতে আন্দোলনে থাকা অন্য দলগুলোও একই দিনে এই কর্মসূচি পালন করবে। আশা করি, সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না। আর যদি বাধা দেয়, তবে এর দায় সরকারকেই নিতে হবে।
এর আগে, গত ১২ জুলাই নয়াপল্টনে সমাবেশ থেকে এক দফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণা করে বিএনপি। এরপর দলটির পক্ষ থেকে একের পর এক কর্মসূচি পালন করা হচ্ছে।