গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় আহুত জরুরি সংবাদ সম্মেলন হঠাৎ স্থগিত করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান। জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের জনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিতব্য জরুরি সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।