বিএনপি ও তাদের মিত্রদের চলমান এক দফা আন্দোলনের বিরুদ্ধে আজ বুধবার জোটগতভাবে রাজপথে কর্মসূচি নিয়ে নামছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।
আজ থেকে পরবর্তী এক সপ্তাহ ঢাকায় নানা কর্মসূচি পালন করবে ক্ষমতাসীনদের এই জোট। কর্মসূচির মধ্যে রয়েছে সভা-সমাবেশ, মানববন্ধন ও মিছিল।
সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিন আজ বিকেল তিনটায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে সমাবেশ করবে ১৪ দল।‘বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে ১৪ দল আগামী ছয় দিনে রাজধানীর আরও ছয়টি স্পটে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কর্মসূচি নিয়েছে।
গত সোমবার ইস্কাটনে জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জোটের সমন্বয়ক আমির হোসেন আমু ওই বৈঠকে সভাপতিত্ব করেন।
১৪ দলের সোমবারের বৈঠকেই জোটগতভাবে কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে গত ১৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন। দীর্ঘ ১৬ মাস পর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪-দলীয় জোটের শরিকদের সঙ্গে ওই বৈঠক করেন।
জোটের শীর্ষ নেতা শেখ হাসিনা শরিকদের নিয়ে সবশেষ বৈঠক করেছিলেন গত বছরের ১৫ মার্চ। সেই বৈঠক হয়েছিল ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসার প্রায় তিন বছর পর।